সাতক্ষীরায় এক মাদক ব্যবসায়ীকে আটকের পর তার কাছে থেকে টাকা নেওয়ার সময় সাতক্ষীরা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দুটি হাতকড়া ও একটি মটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত কারারক্ষীরা হলেন- মামুন হোসেন (ক.নং -৪৩০৪৬) ও রাজন বিশ্বাস (ক.নং ৪২৮৮৮)। মামুনের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামে ও রাজন বিশ্বাসের বাড়ি একই উপজেলার ভাউটিয়া গ্রামে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে ওই দুই কারারক্ষী ওই গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার কাছে টাকা দাবি করে। বিষয়টি স্থানীয়রা গোয়েন্দা পুলিশকে জানায়। পরে তাদের সেখান থেকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীনুল হক জানান, আটক দুই কারারক্ষীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা এক ব্যক্তির নামে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতাকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে