ক্ষমতায় যাওয়া নিয়ে সন্দিহান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থন বিএনপির পক্ষে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, কিছু মানুষ ভাবছে- আমরা এরই মধ্যে ক্ষমতায় চলে গেছি। কিন্তু আমরা জানি না, ক্ষমতায় যাবো কি না।

শনিবার ( ডিসেম্বর) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক  অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে তবেই ক্ষমতায় যেতে পারবে বিএনপি। এজন্য জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে সবার আগে। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই জনগণের মাঝে আস্থা ফিরে আসবে বলেও জানান তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, দলের কেউ ভুল করলে তাদের সতর্ক করতে হবে। সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। বিএনপি সবসময় দেশের উন্নতি এবং জনগণের কল্যাণ চিন্তা করে কাজ করে বলেও তার বক্তব্যে উল্লেখ করেন তারেক রহমান।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর