দিনকে দিন একদিকে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে করোনার টিকাগ্রহীতার সংখ্যা। আগের দিনের চেয়ে রোববার টিকাগ্রহীতার সংখ্যা কমেছে প্রায় ৭ হাজার জন। টিকাদান শুরুর দিন থেকে এখন পর্যন্ত সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। রোববার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
রোববার (২৮ মার্চ) করোনার টিকা নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। শনিবার টিকা নিয়েছিলেনে ৬৫ হাজার ৩৬৮ জন। আর বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন করোনার টিকা নিয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে ও অন্য সরকারি ছুটির দিনে টিকা দেওয়া হয় না।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে মোট টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন, নারী ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন। এদের মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ১৬ লাখ ৩৩ হাজার ৫৫০, ময়মনসিংহে দুই লাখ ৫১ হাজার ৯৬, চট্টগ্রামে ১০ লাখ ৬২ হাজার ১৩০, রাজশাহীতে পাঁচ লাখ ৯৪ হাজার ১৭৬, রংপুরে পাঁচ লাখ ৩৭ হাজার ৩৮২, খুলনায়ছয় লাখ ৭৮ হাজার ৪৭২, বরিশালে দুই লাখ ৩২ হাজার ৭০৩, আর সিলেটে দুই লাখ ৭৩ হাজার ৭৩৯ জন আছে। রোববার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন।
৭ ফেব্রুয়ারি করোনার টিকাদান শুরু হয় সারা দেশে।সাপ্তাহিক ছুটি ও অন্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয় সরকারি হাসপাতালে।
এমকে