থার্টিফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৪

এবার থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো যাবে না, এসব নিষেধ করা হয়েছে। তাছাড়া থার্টিফার্স্ট নাইটে রাস্তাঘাটে কোনো ধরনের অসুবিধা যেন না হয়, সে জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার ( ডিসেম্বর) বড়দিন থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, থার্টিফার্স্ট নাইটে আতশবাজি এবং ফানুস এগুলো আমরা নিষেধ করেছি।

 

সীমান্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পুরো আমরা সতর্ক আছি। বর্ডারে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্যি খবরটা প্রকাশ করুন। যারা মিথ্যা খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর