মন্তব্য
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৩ শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে শিক্ষক নিয়োগে আগের মতো আর নিয়োগে পোষ্য কোটা থাকছে না।
বিষয়টি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি জানান উপদেষ্টা।
ডা. বিধান রঞ্জন রায় আরও বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এখন প্রাথমিকের বাজেট বাড়ানোটাই হচ্ছে সময়ের দাবি।
বিডি২৪অনলাইন/এন/এমকে