চলমান অস্থিরতার নিরসন হবে- প্রেস সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৪

আগামীকাল সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান অস্থিরতার নিরসন হবে বলে করা হচ্ছে। বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

বুধবার ( নভেম্বর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ আশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরও ভালো জায়গায় যাক। যাতে দুদেশের মানুষই তার সুফল ভোগ করেন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা মর্যাদাপূর্ণ হবে। সেটা ফোকাস থাকবে আমাদের।

ঢাকা সফরে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানান উপ-প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর