৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে বসে আছে বলে জানিয়েছে লাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের দোসরদের অবিলম্বে চিহ্নিত করার দাবি জানিয়েছে তারা।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। প্রবাসী রাসেল মাহমুদ, সমাজসেবক মো. নোবেল মাহমুদ ও তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের বিভিন্ন কাঠামোতে এখনো বসে থাকা ফ্যাসিস্টদের দোসররা খুনিদের আড়াল করার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তির দোসরদের কারণে এখনো বহু নিরপরাধ মানুষ কারাগারে বন্দি আছে।ফ্যাসিস্ট সরকারের দোসররা যেন খুনিদের আড়াল করতে না পারে, প্রকৃত খুনিদের বিচার করতে হবে।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে