লিটারে ৮ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৪

দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা খোলা সয়াবিন ১৫৭ টাকায় বিক্রি হবে। ভোজ্যতেলের বাজারে কয়েকদিন ধরে চলমানঅস্থিরপরিস্থিতিরে মধ্যেই দাম বাড়ানোর ঘোষণা এলো।

সোমবার ( ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দাম বাড়ানোর কথা জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। নতুন দর নির্ধারণের আগে সয়াবিন তেল বোতলজাত ১৬৭ টাকা খোলা ১৪৯ টাকা ছিল।

বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন বলেন, কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে। নিয়ে ভোক্তারা অস্বস্তিতে রয়েছেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্র্বতীকালীন সরকারের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এজন্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছে, নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  এখন আর বাজারে তেলের ঘাটতি হবে না বলেও আশা প্রকাশ করেন এ উপদেষ্টা।

এর আগে গত এপ্রিলে সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছিল জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন,  এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম অনেকটাই বেড়ে যাওয়ায় দেশে স্থানীয় মজুতদারি বেড়েছে। তেলের পযাপ্ত মজুত রয়েছে, অনেকে কিনে মজুত করেছে। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে সেটা মনিটরিং করা হচ্ছে। কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে একটি যৌক্তিক দাম নির্ধারণ করা হলো, আর সমস্যা হবে না।

ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানিরগুলোর সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার বলেন, বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ১২০০ ডলারে উঠেছে। গত এপ্রিলে তেলের দাম যখন সরকার নির্ধারণ করেছিল, তখন বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ছিল ১০৩৫ ডলার। এখন ১১০০ ডলার ধরে লিটারে টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর