পঞ্চগড়ে দুই নারীকে জয়িতা সন্মাননা দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এদের একজন সদর উপজেলা মহিলা লীগের সদস্য সচিব নাঈমা আক্তার মনি, অপরজন পৌর কৃষকলীগের সভাপতি আকতারুন নাহার সাকির বোন আমিনুন্নাহার পিয়া। পিয়া 'পরস্পর' এর ব্যবস্থাপক, সম্প্রতি ২০ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ হয়েছিল এ সংস্থা বিরুদ্ধে।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পিয়াকে এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় নাঈমা আক্তার মনিকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। তাদের জয়িতা নির্বাচনের জন্য প্রত্যয়ন দেন উপজেলা বাছাই কমিটির পক্ষে জেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি মোখলেছুর রহমান মিন্টু।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবসে এ সম্মাননা প্রদান করা হয়। পঞ্চগড়ে জেলা পর্যায়ে মোট পাঁচ নারী এ সম্মাননা পেয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই দুইজনসহ ৫ জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মো.সাবেত আলী।
জেলার বাকি জয়িতারা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া এলাকার মেহেরুন নেহার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পঞ্চগড় পৌর শহরের রৌশনাবাগ এলাকার খাদিজা আকতার ও সফল জননী নারী পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় মেহেন ভিটা এলাকার নুর জাহান বানু।
এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে