দিল্লি থেকে ভিসা সেন্টার সরানোর কথা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের কূটনীতিকদের। বৈঠকে বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রদূতদের জানিয়েছেন, তাদের ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করা গেলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।

সোমবার ( ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে  প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়। ১৯ সদস্যের কূটনীতিক প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।  প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে ১৫ জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন।

 বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর