রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৮০-৯০ হাজার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৪

 

গত ১৫ বছরে দেশে পুলিশ বাহিনীতে ৮০ থেকে ৯০ হাজার সদস্যকে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পরে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে যারা দুষ্টু, পেশাদারত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়া হচ্ছে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার ( ডিসেম্বর) রাজধানী ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস- এ এ প্রসঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের আগে প্রার্থী কোন দলের, তার বাবা-দাদাসহ পূর্বপুরুষ কোন দলের, সেসব খবর নেওয়া হয়েছে। ২ লাখ পুলিশের মধ্যে ৮০-৯০ হাজার পুলিশ সদস্য এভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

সাজ্জাত আলী আরও বলেন, ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ যখন ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, তখন ঢাকা শহরে ডাকাতি, লুটপাট শুরু হয়।  এ সময় ৮০ বছরের বৃদ্ধও লাঠি নিয়ে পাহাড়া দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রমার মধ্যে পড়ে যায়। এরপর সদ্যবিদায়ী ডিএমপি কমিশনারসহ অন্যান্যরা পুলিশকে সক্রিয় করতে কাজ শুরু করেন বলেও জানান তিনি।

ট্রাফিক সমস্যাকে ঢাকা শহরের প্রধান সমস্য হিসেবে আখ্যায়িত করেন ডিএমপি কমিশনার। বলেন, শহরে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। অটোরিকশা বন্ধ না হলে ঘর থেকে বের হলে আর হাঁটার জায়গা থাকবে না। মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর