হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট ঢাকা, জানানো হলো দিল্লিকে

নিজস্ব প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৪

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশটিতে বসে রাজনৈতিক কর্মযজ্ঞ পছন্দ নয় অন্তর্র্বতীকালীন সরকারের। সেই বার্তা দিল্লির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে ঢাকায় পেয়ে সরাসরি জানিয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

সোমবার ( ডিসেম্বর) রাজধানী ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে  নিজেই এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য যে আমরা পছন্দ করছি না, সেটা তাদের জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব এ বিষয়ে নোট নিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

সংক্ষিপ্ত সফরে সোমবার সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। এরপর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারতের মধ্যে এফওসি বৈঠক হয়। এতে ঢাকার হয়ে জসীম উদ্দিন ও দিল্লির পক্ষে বিক্রম মিশ্রি নেতৃত্বে ছিলেন। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর