দেশের বাজারে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে আগের চেয়ে দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মান হিসেবে পরিচিত ২২ ক্যারেটের প্রতি ভরির নতুন দর ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
সোমবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দর নির্ধারণের কথা জানায় সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দর নির্ধারণ করা হয়েছে বলেও জানায় সংগঠনটি।
নতুন মূল্য অনুযায়ী, সোনার বাকি ক্যারেটগুলোর মধ্যে ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে প্রতি ভরি ৯২ হাজার ৯৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বিডি২৪অনলাইন/ই/এমকে