রাজধানী দামেস্কসহ সিরিয়া দেশজুড়ে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে যুক্ত একটি গবেষণা কেন্দ্রও রয়েছে।
এমন সময় ইসরায়েল মধ্যপ্রাচ্যের এ দেশ জুড়ে হামলা চালালো যখন, বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সরকার গঠনের চেষ্টা করছে বিদ্রোহীরা। ইসরায়েল বলেছে, আসাদ সরকারের পতনের পর ‘চরমপন্থিদের হাতে’ অস্ত্র যাওয়া বন্ধ করতে এ কাজ করছে তারা। খরব ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
এদিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে। রাসায়নিক অস্ত্রের সন্দেহভাজন মজুদ নিরাপদ কিনা, সেটা নিশ্চিত করতে জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে যখন সতর্ক করছে তখনই এ হামলা চালানো হয়েছে। জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা “রাসায়নিক অস্ত্র নিরস্ত্রিকরণ সংস্থার (ওপিসিডব্লিউ)” মতে, রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে নিষিদ্ধ।
বিডি২৪অনলাইন/আই/এমকে