চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৫ গাঁজাসেবীর কারাদন্ড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪

পাবনার চাটমোহরে গাঁজা সেবনের দায়ে ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ১০০ টাকা হারে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

দন্ডিতরা হচ্ছে- উপজেলার অমৃতকুন্ডা গ্রামের মহরম হোসেনের ছেলে জাকির, নুর মোহাম্মদের ছেলে লিটন, কুবিরদিয়ার গ্রামের ডুখল মন্ডলের ছেলে মকবুল, ফয়েজ সরকারের ছেলে ইশারত মাঝগ্রামের আব্দুলের ছেলে লিটন।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, পাবনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাদেরকে গাঁজাসহ আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় তাদের কারাদন্ড দেওয়ার সঙ্গে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তদের চাটমোহর থানা পুলিশের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর