৭ দিনে এলো ৫০ লাখ টন সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৪

null

গত ৭ দিনে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে মোট ৫০ হাজার টনের মতো অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করা হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে এ সয়াবিন তেল আমদানি করেছে তিনটি শিল্পগ্রুপসিটি, মেঘনা টিকে গ্রুপ।

চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, আর্জেন্টিনা থেকে তিনটি জাহাজ ও ব্রাজিল থেকে একটি জাহাজ মিলে মোট চারটি জাহাজে এ সয়াবিন তেল আমদানি করা হয়। এর মধ্যে একটি জাহাজের সম্পূর্ণ তেল খালাস করা হয়েছে। বাকি তিনটি জাহাজ থেকে তেল খালাসের পর কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে। শুল্ক পরিশোধের পর অপরিশোধিত এসব তেল কারখানায় নিয়ে যাওয়া হবে। সেখানে পরিশোধন করার পর এগুলো বাজারজাত করা হবে। খালাসের পর পরিশোধন করে বাজারজাত করতে সাধারণত দুয়েক সপ্তাহ সময় লাগে।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর