মন্তব্য
সরাসরি কৃষকদের পরিবর্তে খুচরা বাজারে সার বিক্রি করার অপরাধে পঞ্চগড়ে সারের দুই ডিলারকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
দন্ডিতরা হচ্ছে- মেসার্স ইউনুস আলীর ব্যবস্থাপক খাইরুল ইসলাম ও মেসার্স শামীমা এন্টার প্রাইজের ব্যবস্থাপক মানিক হোসেন। এদের মধ্যে খাইরুলকে ছয়দিনের কারাদন্ড ও ১৫ হাজার টাকা ও মানিককে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোহন মিনজি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে