পঞ্চগড়ে সারের দুই ডিলারকে কারাদন্ডসহ জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪

সরাসরি কৃষকদের পরিবর্তে খুচরা বাজারে সার বিক্রি করার অপরাধে পঞ্চগড়ে সারের দুই ডিলারকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

দন্ডিতরা হচ্ছে- মেসার্স ইউনুস আলীর ব্যবস্থাপক খাইরুল ইসলাম ও মেসার্স শামীমা এন্টার প্রাইজের ব্যবস্থাপক মানিক হোসেন। এদের মধ্যে খাইরুলকে  ছয়দিনের কারাদন্ড ১৫ হাজার টাকা মানিককে ২০ হাজার টাকা জরিমানা ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোহন মিনজি।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর