থামলে চলবে না, অনেক দূর যেতে হবে

২৯ মার্চ ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কিন্তু
আমাদের এখানে থেমে থাকলে চলবে না, আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। উন্নত সমৃদ্ধ
বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। স্বাধীনতা দিবসের আলোচনা
সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। রোববার (২৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে
আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা হয়।
খাদ্য উৎপাদন বাড়ানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না
থাকে। কোনও জলাশয় যেন অনাবাদি না থাকে। খাদ্য উৎপাদন করে নিজেদের প্রস্তুতি রাখতে
হবে। করোনা পরিস্থিতি কোনদিকে যায় বলা যায় না, যাতে অন্তত খাদ্য সংকট না হয়। আমরা
নিজেদের খাদ্য নিজেরাই জোগান নিশ্চিত করে অন্যকেও দেবো।
করোনা প্রতিরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে মাস্ক ছাড়া বাইরে না যায়। সবাইকে
নিরাপদ দূরত্ব মেনে বসতে হবে। সভা-সেমিনার-কর্মশালা স্বাস্থ্য সুরক্ষা মেনে করতে হবে। যতদূর
সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে। ঘরের মধ্যে করলে করোনার প্রাদুর্ভাব আরও বেশি
দেখা দেয়। সব অনুষ্ঠান সতর্কতার সঙ্গে করতে হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। তার
সরকার সেই ব্যবস্থা করে যাচ্ছে। বঙ্গবন্ধু তাঁর সংবিধান ও আইনে যে মৌলিক নির্দেশনা রেখে
গেছেন, তার সরকার সে আলোকেই পথ চলছে। তার সব কাজ পূর্ণ করছে। তিনি বলেন, গৃহহীন
ও ভূমিহীন কেউ যেন বাদ না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। কেউ বাদ গেলে জানাতে হবে।
সভায় সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বক্তব্য দেন- আওয়ামী
লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল
হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ
প্রমুখ।
এমকে


মন্তব্য
জেলার খবর