ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলেন এ কথা জানান। তিনি বলেন, ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা হয়েছে। আর এসব মামলায় ৭০ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হয়। এসময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, রুলিং পার্টির (আওয়ামী লীগের) পদধারী ছিলেন। মূলত সে কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে যে কোনো ক্রাইম হলেই এগুলো সিরিয়াসলি নিচ্ছে সরকার।
বিডি২৪অনলাইন/এন/এমকে