রাজধানীতে সোনার দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৪

রাজধানী ঢাকার উত্তরায় পলওয়েল শপিং সেন্টারে থাকা গোল্ড পয়েন্ট জুয়েলার্স নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ৪৫ ভরি স্বর্ণ, ডায়মন্ডের জিনিসপত্র নগদ ২৭ হাজার টাকা চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানি জানিয়েছেন। সোমবার রাত ৯টার পর থেকে মঙ্গলবার রাত ১০ টার মধ্যে যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দোকানোর তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরায়  দোকান বন্ধ করার পরে রাতে দোকানটির দুই সেলসম্যান সোহান রিপনকে ঘটনা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।  চুরির এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর