মন্তব্য
রাজধানী ঢাকার উত্তরায় পলওয়েল শপিং সেন্টারে থাকা গোল্ড পয়েন্ট জুয়েলার্স নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ৪৫ ভরি স্বর্ণ, ডায়মন্ডের জিনিসপত্র ও নগদ ২৭ হাজার টাকা চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানি জানিয়েছেন। সোমবার রাত ৯টার পর থেকে মঙ্গলবার রাত ১০ টার মধ্যে যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দোকানোর তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরায় দোকান বন্ধ করার পরে রাতে দোকানটির দুই সেলসম্যান সোহান ও রিপনকে ঘটনা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। চুরির এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
বিডি২৪অনলাইন/এন/এমকে