ভারতে ভাঙা হয়েছে ১৮৫ বছরের পুরোনো মসজিদের একাংশ

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪

ভারতের উত্তরপ্রদেশে ১৮৫ বছরের পুরোনো একটি মসজিদের একাংশ ভেঙে দেওয়া হয়েছে। অংশ বান্দা-বাহরাইচ হাইওয়ের অংশে অবৈধভাবে করা হয়েছিল দাবি করে সেটা ভেঙে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে,  উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার মসজিদটির নাম নূরী জামে মসজিদ। জেলা প্রশাসন দাবি করেছে, মসজিদের ভেঙে ফেলা অংশটি বেআইনি ছিল। সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সে অংশ ভাঙেনি কমিটি। নোটিশের নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়।

প্রশাসন মসজিদটি এমন সময় ভেঙেছে, যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আর আদালত থেকে বিষয়ে কোনও আদেশ আসার আগেই ওই অংশ ভেঙে দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে জেলা প্রশাসন থেকে দাবি করা হয়েছে, মসজিদ কমিটি আদালতের শরণাপন্ন হলেও আদালতে শুনানির জন্য তাদের আবেদন নথিভুক্ত হয়নি। মসজিদের যে অংশ ভেঙে দেওয়া হয়েছে, সেট তিন বছর আগে তৈরি করা হয়েছিল।

 

বিডি২৪অনলাইন/আইডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর