পাঠ্যপস্তুক সংক্রান্ত ১০৩৮ কোটি টাকার ৩ প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৪

২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তক সংক্রান্ত হাজার ৩৮ কোটি ৪৪ লাখ হাজার ২২৭ টাকা বরাদ্দের তিনটি প্রস্তাব অনুমোদন হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। এ বরাদ্দে নবম দশম শ্রেণি এবং মাদ্রাসার চতুর্থ পঞ্চম শ্রেণীর ১২ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬২৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই সরবরাহ হবে।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমরা পাঠ্যবই দ্রুত চাচ্ছি। বৈঠকে নবম, দশম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের অনুমোদন দেওয়া হয়েছে, জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসার। জানুয়ারির মধ্যে পাঠ্যবই প্রস্তুত করতে বলা হয়েছে। চেষ্টা করবে, তবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো করে ফেলতে পারবে না।

জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি কারিগরি নবম শ্রেণির বিনামূল্যের কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫৪০টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই সরবারের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে  এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আসা হয়। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আর এক প্রস্তাবে ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক বাংলা ভার্সন ১০ শ্রেণির কোটি ১০ হাজার ৯৮১টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই সরবারের অনুমোদন হয়েছে বৈঠকে। এছাড়া মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আর এক প্রস্তাবে ইবতেদায়ি (চতুর্থ পঞ্চম), মাধ্যমিক (বাংলা ইংরেজি ভার্সন) দশম শ্রেণি, দাখিল দশম শ্রেণি কারিগরি দশম শ্রেণির বিনামূল্যের কোটি ৫২ লাখ হাজার ১০৩টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই সরবরাহের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর