রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে চান নতুন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো, সেই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। তবে আমরা ন্যায়নিষ্ঠভাবে আইন মেনে কাজ করবো। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

কর্মস্থলে যোগদানের প্রথম দিন বুধবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অন্য রাজনৈতিক দলের মতো কোনো রাজনৈতিক চরিত্র নেই, রাজনৈতিক চাওয়া নেই। বর্তমান সরকারের চাওয়া হচ্ছে জনগণকে নিয়ে এগিয়ে যাওয়া। এখানে রাজনৈতিক সরকার প্রভাবিত করবে না। প্রভাবমুক্ত থেকে আমরাও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

 

তিনি সাংবাদিকদের আরও বলেন, সমাজ দুর্নীতিগ্রস্ত হলে দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। আমার বা যে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ন্যায়নিষ্ঠভাবে আপনারা দেখবেন। আগামী  ৭ দিনের মধ্যে নতুন কমিশনের স্থাবর, অস্থাবর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বলে জানান নতুন চেয়ারম্যান।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর