যাত্রী ছাড়াই ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৪

ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারীমিতালী এক্সপ্রেসট্রেনটি যাত্রী ছাড়াই ঢাকা থেকে ভারতে ফিরে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জেরে প্রায় ৪ মাস ঢাকায় আটকে পড়ছিল ট্রেনটি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার নীলফামারীর ডোমারের চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ী প্রবেশ করে ট্রেনটি।

জানা গেছে, ৫ আগস্ট যাত্রী নিয়ে ভারত থেকে যাওয়ার পর ভারতীয় রেল ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়ায় বাংলাদেশেই আটকে পড়ে ট্রেনটি। এতোদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারের কাছেই খোলা আকাশের নিচে পড়ে ছিল। মঙ্গলবার ধুলোমাখা খালি বগি নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে মিতালী এক্সপ্রেস। এর আগে গত ডিসেম্বর দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের পরই ট্রেনটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে দুই দেশের মধ্যে পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের নিয়ে ভারতের নিউ জলপাইগুঁড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচলকারী ট্রেনের পরিষেবা আবার কবে চালু হবে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর