দেশের বাজারে আবারও সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে দাম বেড়েছে। সব থেকে ভালো মান হিসেবে পরিচিত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বুধবার (১১ ডিসেম্বর) সোনার নতুন দর নির্ধারণের কথা জানায় সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার নুতন দর নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোনার দাম বাড়ানো হয়। সে হিসেবে একদিন পর আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা এলো।
নতুন মূল্য অনুযায়ী, সোনার বাকি ক্যারেটের মধ্যে ২১ ক্যারেট এক লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৯৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বিডি২৪অনলাইন/ই/এমকে