বড় ধরণের দুর্নীতির সঙ্গে জড়িত বিশেষ করে যেসব দুর্নীতিতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করবে দুর্নীতি দমন কমিশন। রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত না হয়ে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে সংস্থাটি। আর ন্যায় বিচার প্রতিষ্ঠায় অনুসন্ধান ও তদন্ত যথাযথভাবেই করতে চায় তারা।
নিয়োগ পাওয়ার পর বুধবার (১১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে যোগদান করেন দুদকের নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। যোগদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এমনটাই জানান তিনি।
দুদকের নতুন চেয়ারম্যান বলেন, যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে- এ কাজগুলোর সঙ্গে জড়িতরা যেন শেষ পর্যন্ত ছাড় না পান; সেটা যথাযথভাবে করার চেষ্টা করবো আমরা। আর রাজনৈতিক বা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে যেন কাজ না করি, সেটা লক্ষ্য রাখবো আমরা। জনপ্রত্যাশা ও রাষ্ট্রের প্রত্যাশা আমরা খানিকটা হলেও পূরণ করতে পারব।
দুদক চেয়ারম্যান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে অন্য রাজনৈতিক দলের মতো কোনো রাজনৈতিক চরিত্র নেই, তাদের রাজনৈতিক চাওয়াও নেই। জনগণকে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে এ সরকারের চাওয়া। এখানে রাজনৈতিক সরকার প্রভাবিত করবে না, প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো আমরা।
দুদক কমিশনার বলেন, আমরা অনুসন্ধান ও তদন্ত ঠিকমতো করে দিতে পারলে তবেই বিচারকরা ন্যায়বিচার দিতে পারবেন। বিচারের পেছনে তদন্ত হচ্ছে ফাউন্ডেশন। তদন্ত নিরপেক্ষ হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।
সমাজ দুর্নীতিগ্রস্ত হলে দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতে পারে মন্তব্য করে সাংবাদিকদের দুদকের নতুন চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধেও অভিযোগ আছে, সেটাও আপনারা দেখবেন। যে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ন্যায় নিষ্ঠভাবে দেখবেন আপনারা।
হয়রানি ও মামলাজট কমানো প্রসঙ্গে নতুন চেয়ারম্যান জানান, হয়রানি কমাতে ও তদন্তে গতি আনতে পেরেছি কিনা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করতে পেরেছি কিনা, এসব কাজের মাধ্যমে প্রমাণ করবো আমরা।
৫ আগস্টের পরের বাংলাদেশের ও পূর্বের বাংলাদেশের প্রত্যাশা এক রকম নয় জানিয়ে ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে নব বাংলাদেশের সৃষ্টি, বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে। দুর্নীতি কমাতে পারলে বৈষম্য ক্রমাগত কমে যাবে। তাদের নতুন কমিশন জনপ্রত্যাশা পূরণ করবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এন/এমকে