সরকারি চাকুরেদের মহার্ঘভাতা পর্যালোচনায় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৪

সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদেরমহার্ঘভাতাসংস্থানের বিষয় পর্যালোচনা করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি- শাখা থেকে সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।  

এ কমিটি মহার্ঘভাতার প্রযোজ্যতা প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে। সেই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে। 

কমিটির বাকি সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাহিসাব-নিরীক্ষক নিয়ন্ত্রক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ এবং আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর