শেখ হাসিনার বক্তব্য সমর্থন করছে না ভারত

নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৪

ছবি সংগৃহিত

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের সমালোচনা করে যেসব বক্তব্য দিচ্ছেন, সেটা ভারত সমর্থন করে না। তাছাড়া ভারত সরকার তাকে কোনো আলাদা প্ল্যাটফর্ম দেয়নি। হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমালোচনা বক্তব্য দিচ্ছেন।

ভারতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। বুধবার (১১ ডিসেম্বর) কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে  এ বৈঠক হয়। বৈঠকে মিশ্রি তার সাম্প্রতিক ঢাকা সফর এবং অন্তর্র্বতীকালীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের বিষয়টিও তুলে ধরেন।

মিশ্রী বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে এ সম্পর্ক সীমাবদ্ধ নয়। বরং সম্পর্কের ভিত্তি বাংলাদেশের জনগণের মধ্যেই নিহিত।

ঢাকা সফর প্রসঙ্গে তিনি বৈঠকে বলেন, তিনি অন্তর্র্বতীকালীন সরকারকে জানিয়েছেন, ভারত জনগণের সাথে সম্পর্ক অগ্রাধিকার দেয়। একই সঙ্গে বর্তমান সরকারের সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক তারা।

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো নিয়ে বাংলাদেশ সরকারের এক ধরনের অস্বীকৃতি রয়েছে,যেটা উদ্বেগজনক উল্লেখ করে ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার হামলাগুলোকে আওয়ামী লীগের ওপর হামলা বলে যুক্তি দেখালেও এমন যুক্তি ধরনের আক্রমণেরন্যায্যতাপ্রমাণ করতে পারে না।

 

বিডি২৪অনলাইন/আইডি/এমকে


মন্তব্য
জেলার খবর