মন্তব্য
ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকান্ডে শিশুসহ কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। কীভাবে আগুন লেগেছে, সেটা জানা যায়নি। বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে।
এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। সেই সঙ্গে চলছে হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজ।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী এবং একজন শিশু। এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতে ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছিল।
বিডি২৪অনলাইন/আই/এমকে