মন্তব্য
মারা গেছেন দেশবরেণ্য কবি ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হেলাল হাফিজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানী ঢাকার শাহবাগের সুপার হোস্টেলের বাথরুমে দরজা খুলে তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখানে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগামীকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন, তিনি একজন আধুনিক কবি। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসেবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। ২০১৩ সালে বাংলা একাডেমি সহিত্য পুরস্কারে ভূষিত হন এ কবি।
বিডি২৪অনলাইন/এন/এমকে