টানা দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৪

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসেই দরপতন হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম কমেছে। এদিনে লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও কমেছে সবকয়টি মূল্যসূচক। প্রায় একই পরিস্থিতি বিরাজ করেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সেখানে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

বৃহস্পতিবারে লেনদেন শেষে দেখা গেছে, ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম রয়েছে ১০৫ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট। বিপরীতে ১৯৮টির দাম কমেছে এবং দাম অপরিবর্তিত রয়েছে ৯১টির। আগের দিনের তুলনায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে হাজার ১০৫ পয়েন্টে, বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক পয়েন্ট কমে এক হাজার ৮৮১ পয়েন্টে  এবং শরিয়াহ সূচক পয়েন্ট কমে এক হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করেছে।

আগের কার্যদিবসের তুলনায় এদিনে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকা।   বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা, আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩০৪ কোটি ২৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ড্রাগন সোয়েটার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, মেঘনা পেট্রোলিয়াম এবং বেক্সিমকো ফার্মা। 

ওদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬০ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ২০৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। লেনদেন হয়েছে মোট কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল কোটি ৭৯ লাখ টাকা। 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য