সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্তায় নুসরাত জাহান রাহি (৯) নামে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ডিসেম্বর) কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
রাহি একই এলাকার রবিউল ইসলাম রুবেল মেয়ে। সে আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশের সম্বালা বসুর বাড়িতে অন্যদের সাথে খেলছিল নুসরাত। এর কিছুক্ষণ পর নিখোঁজ হয় সে। এরপর দুপুর ১ টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে প্রতিবেশি। সে সময় শিশুটির হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। নজরুল ইসলাম আরও জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা ও আশাশুনি সার্কেল) হাসানুর রহমান জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে