মন্তব্য
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় সমালোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীসহ ১৫ জনের নামে মামলা হয়েছে। মামলায় অভিযোগ আনা হয়েছে, তাহেরীর উসকানিতে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মামলাটি করেছেন আখাউড়া থানার এসআই বাবুল মিয়া। মামলায় অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়া নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিলে উস্কানি দেয় তাহেরী। এরপরই উত্তেজিত মুসল্লীরা পুলিশের ওপর হামলা চালায়। গ্রেফতাররা হলেন- নিলাখাদ গ্রামের হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার রিমন (২১)। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে