সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের
উত্থান থাকলেও লেনদেন হয়েছে গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। আগের কার্যদিবসের
তুলনায় ১০৫ কোটি ৬৮ লাখ টাকা কমে ৪০০ কোটি টাকার নিচে অবস্থান করেছে লেনদেন।
শেয়ার লেনদেন হয় ৩৫০টি কোম্পানির। দর বেড়েছে ১৩৪টির,কমেছে ৮৪টির এবং
অপরিবর্তিত ছিল ১৩২টির।
লেনদেন হয় ৩৮২ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবারে এর পরিমাণ ছিল ৪৮৮ কোটি ২৩ লাখ ৪৯ হাজার টাকা।
রোববার ১২ কোটি ৯ লাখ ৮৯ হাজার ২৪৯টি শেয়ার ৯৪ হাজার ২৫৬ বার হাতবদল হয়। শুরু
থেকে শেষ পর্যন্ত সূচক উত্থান-পতনের চিত্র দেখা গেছে লেনদেনে।
প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৩ দশমিক ৯৪ পয়েন্টে
পৌঁছায়। ডিএসইএস সূচক শূন্য দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৮ দশমিক ৪৫ পয়েন্টে
অবস্থান করে। ডিএস৩০ সূচক এক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ২২ দশমিক ১৮ পয়েন্টে
স্থির হয়। বাজার মূলধন ৯৪৯ কোটি ৭৪ লাখ তিন হাজার টাকা বেড়ে দাঁড়ায় চার লাখ ৬৪
হাজার ৩৪৪ কোটি ৩৪ লাখ আট হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ
এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। ৯ দশমিক শূন্য এক শতাংশ বেড়ে
দর বৃদ্ধির শীর্ষে ছিল নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এমকে