বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে সবার আগে এগিয়ে আসা বিদ্রোহী গোষ্ঠী- হায়াত তাহরির আল-শাম বা এইচটিএসসহ অন্যান্য দলের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলছেন মার্কিন কর্মকর্তারা। জর্ডানের আকাবায় শনিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ যোগাযোগ রক্ষার কথা জানান। যদিও এইচটিএস বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র অন্যান্যরা দেশ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অতীতে অভিহিত করেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

ব্লিংকেন আরও বলেন, সিরিয়ার জনগণের প্রতি আমাদের বার্তা হচ্ছেআমরা চাই তারা সফল হোক । এ জন্য তাদের সাহায্য করতে প্রস্তুত আছি আমরা।

এক সময়ে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত এইটিএসকে ২০১৮ সালে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেই সঙ্গে তাদেরকে বস্তুগত যে কোনো সহায়তা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও সেই নিষেধাজ্ঞার আওতায় তাদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপরে আইনত কোনও বিধিনিষেধ নেই।

এদিকে দামেস্ক দখলের পর নিরাপত্তা স্থাপনসহ রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করেছে এইচটিএস। বিদ্রোহীদের মধ্যে উগ্রবাদীদের নিয়ে জনগণের উদ্বেগের মুখে তাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে তারা। বিদ্রোহীরা বলছে, উগ্রবাদীদের সঙ্গে তাদের অতীতের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে তারা।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর