পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪

শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে- শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেওয়া হয়, টহল বাড়িয়ে ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসার চেষ্টা করতে হবে।

 রোববার (১৫ ডিসেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে আইন-শৃঙ্খলার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন,  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ বড় দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তবলীগ জামায়াতের ইজতেমা নিয়ে আলোচনা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ট্রাফিক সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। বিদ্যামান আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে আরো উন্নতি করতে হবে, সেই সিদ্ধান্ত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর