সারাদেশে জোরদার হচ্ছে গ্রেপ্তার অভিযান

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গোটা দেশে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।  রোববার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। রাজধানী ঢাকয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে। তার ভিত্তিতে সারা দেশে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই সেটা দেখা যাবে।

বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন,  ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, তারা এখনও নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন। ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগও রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর