মন্তব্য
সরকার শুল্ক কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বলেছেন, এর পেছনে কারণ একটি- সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি জারি রাখা।
রোববার (১৫ ডিসেম্বর) রাজধানী ঢাকায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে এ কথা বলেন। অর্থ উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ। তবে সে তুলনায় চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ।
কারওয়ান বাজারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেখানে দেখেছি, চাঁদাবাজি তিন ভাগে ভাগ করা। সবার ভেতর সমঝোতা আছে। অথচ বলা হচ্ছে, সিন্ডিকেট ভাঙো।
বিডি২৪অনলাইন/ই/এমকে