রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪

ফ্যাসিবাদের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন পালন করাকে গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কারণে রাজধানী ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে তারা।

সোমবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতা-কর্মী বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবে না।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর