উপজেলা প্রশাসনের নানা কর্মসূচির মধ্যে দিয়ে পাবনা চাটমোহরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দু’দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার ভোরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের সামনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। তার সঙ্গে সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণী ও পেশার মানুষ ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করে।
এদিকে পুষ্পস্তবক অর্পনের পর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও মুসা নাসের চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম,সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। ওদিকে থানা বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে