ভোজ্যতেলে ভ্যাট-কর কমিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪

বাজারে দাম সহনীয় রাখতে সয়াবিন তেল আমদানি, উৎপাদন ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। সেই সঙ্গে কমানো হয়েছে সানফ্লাওয়ার, ক্যানোলা তেলে ভ্যাট অগ্রিম কর। আগামী ৩১ মার্চ পর্যন্ত সুবিধা বলবৎ থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত অপরিশোধিত পাম তেল, অপরিশোধিত সানফ্লাওয়ার তেল, অপরিশোধিত ক্যানোলা তেল আমদানির ক্ষেত্রে শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  আর পরিশোধিত সয়াবিন পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকবে।

 সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন পাম ওয়েল বিক্রয়ের ওপর স্থানীয় পর্যায়ে প্রদেয় মূল্য সংযোজন কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানায় এনবিআর। এছাড়া সব পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে শতাংশ করা হয়েছে। এতে এসব পণ্যের আমদানি পর্যায়ে শতাংশ মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক-করাদি অবশিষ্ট থাকছে না। সানফ্লাওয়ার তেল কেনোলা তেলের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, আগাম কর অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করায় এবং মূল্য সংযোজন কর হ্রাস করায় এসব তেলের আমদানি ব্যয় লিটার প্রতি ৪০-৫০ টাকা হ্রাস পাবে বলেও জানায় এনবিআর।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য