চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে বৈধপথে গড়ে দৈনিক রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেবল ডিসেম্বর মাসেই নয়, শেখ হাসিনার সরকার পতনের পর আগস্ট মাস থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহ অনেকটাই ধারাবাহিকভাবে বাড়ছে। আগস্ট থেকে ২শ কোটি টাকার উপরে রেমিট্যান্স আসছে প্রতি মাসে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ১১৩ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
রেমিট্যান্স সংক্রান্ত তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ডিসেম্বর মাসের ১৪ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ মোট ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা ধরলে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ডিসেম্বরের প্রথম ১৪ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে, পরিমাণে ৮৬ কোটি ডলার। এরপর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৬ লাখ ডলার। এর বাইরে বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এসেছে রেমিট্যান্স।
রেমিট্যান্স সংক্রান্ত পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরে জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৪০ কোটি এবং সবশেষ নভেম্বর মাসে সেপ্টেম্বর ও অক্টোবরের তুলনায় কিছুটা কমে ২২০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের (২০২৩-২৪) পুরোটা সময়ে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা। এ অঙ্কটা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল করোনার প্রকোপের সময়, ২০২০-২১ অর্থবছরে, পরিমাণে দুই হাজার ৪৭৭ কোটি ডলার।
বিডি২৪অনলাইন/ই/এমকে