কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-আরোপের হুমকির জবাবে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে সেটা নিয়ে এ মতবিরোধ হয়। ফ্রিল্যান্ডের পদত্যাগ প্রধানমন্ত্রী ট্রুডোর জন্য একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
খবরে বলা হয়েছে, সোমবার ট্রুডোর কাছে পাঠানো এক চিঠিতে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সেখানে তাদের দুজনের “কানাডার জন্য সর্বোত্তম পথের বিষয়ে মতবিরোধে” এবং ট্রাম্পের “আক্রমণাত্মক অর্থনৈতিক জাতীয়তাবাদ” নীতির জেরে উত্থাপিত “গুরুতর চ্যালেঞ্জের” দিকে ইঙ্গিত করা হয়েছে।
যদিও এ বিষয়ে ফ্রিল্যান্ড বলেন, ট্রুডো গত সপ্তাহে তাকে জানিয়েছিলেন- তিনি আর তাকে তার সরকারের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা দেখতে চান না। এরপরই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিডি২৪অনলাইন/আই/এমকে