সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর প্রাণহানি

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরা-যশোর সড়কে মোটরসাইকেলে ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার  (১৭ ডিসেম্বর) ছয়ঘরিয়া ইটভাটার মোড়ে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের মুনজিতপুর এলাকা  মৃত জামাল সরদারের ছেলে আল হেলাল জয় (১৮) মাছ খোলা এলাকার হাবিবুল্লাহের ছেলে শিহাব (১৯)। তারা একে অপরের বন্ধু।

প্রতক্ষদর্শীর জানান, ওই দুইজন মোটরসাইকেলে কলারোয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে তারা। এতে  ঘটনাস্থলেই তারা মারা যায়। এ সময় চালক হেলপারকে স্থানীয়রা  আটক করলেও কৌশলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী লাশ  উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক এবং  হেলাপার পালিয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর