চলতি সপ্তাহের শেষদিকে রেকর্ড বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪

আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে দেশের খুলনা, বরিশাল, ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে রেকর্ড শীতকালীন বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আবহাওয়া জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ আশঙ্কার কথা জানিয়েছেন।

মোস্তফা কামাল পলাশ জানান, ভারী বৃষ্টির কারণে জমিতে পানি জমে সংশ্লিষ্ট জেলার আলু-চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ সময়ের মধ্যে আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়া  এবং জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে রাখতে হবে। সেই সঙ্গে ১৯ তারিখের মধ্যে কাঁচা ইট ঢেকে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে ইটভাটার মালিকদের।

আবহাওয়া জলবায়ু বিষয়ক এ গবেষক বলেন, সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে, দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টি হতে পারে রাজশাহী, ময়মনসিংহ সিলেট বিভাগের জেলাগুলোতে। তবে অপেক্ষাকৃত হালকা বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে। এসব বিভাগের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টি হতে পারে যশোর, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ , মুন্সীগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর লক্ষ্মীপুরে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর