২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪

জাতীয় নির্বাচন কবে হবে, সেটার রোডম্যাপ প্রধান উপদেষ্টার তার ভাষণে দিয়েছেন জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম  বলেছেন, আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে সংস্কারের ওপর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান। ব্রিফিংয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ, মনোনয়ন দাখিল- এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা।

নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, তার জন্য রাজনৈতিক দল মানুষের পক্ষ থেকে প্রয়োজনীয় সংস্কারের জাতীয় দাবি আছে জানিয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। প্রধান উপদেষ্টার কাছে তরুণদের দাবি- তারা যেন ভোট দিতে পারে, নাগরিক অধিকার যেন নিশ্চিত হয়।  সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জাতীয় উদ্যোগের চেষ্টা হবে বলে জানান আজাদ মজুমদার। বলেন, জাতীয় ঐক্যমতে সংস্কারের বিষয়গুলো তৈরি হয়ে গেলে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন জানিয়ে দিতে পারবে। নির্বাচনের জন্য  প্রস্তুতির কাজ কমিশন শুরু করে দিয়েছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর