অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। এটাতে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। বিষয়টি বলছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, জেলা ও দায়রা জজ একই ব্যক্তি... যখন সিভিল মামলা করেন তখন জেলা জজ, আবার ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এ অন্তর্র্বতীকালীন সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবে, তখন উনারাই তত্ত্বাবধায়ক সরকারের হবেন।
প্রসঙ্গত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে আজ রায় দিয়েছে হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্নে জারি করা রুল আংশিক যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত বলছে, পঞ্চদশ সংশোধনী আইনের এ ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। তবে পঞ্চদশ সংশোধনী আইন পুরোপুরি বাতিল করা হচ্ছে না বলেও রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে আদালত বলেন, সংশোধনী আইনের বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের।
বিডি২৪অনলাইন/এন/এমকে