অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। এটাতে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। বিষয়টি বলছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, জেলা দায়রা জজ একই ব্যক্তি... যখন সিভিল মামলা করেন তখন জেলা জজ, আবার ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি অন্তর্র্বতীকালীন সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবে, তখন উনারাই তত্ত্বাবধায়ক সরকারের হবেন।

প্রসঙ্গত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বাতিল ঘোষণা করে আজ রায় দিয়েছে হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্নে জারি করা রুল আংশিক যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত বলছে, পঞ্চদশ সংশোধনী আইনের ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র।  তবে পঞ্চদশ সংশোধনী আইন পুরোপুরি বাতিল করা হচ্ছে না বলেও রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে আদালত বলেন, সংশোধনী আইনের বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর