মন্তব্য
পঞ্চগড়ে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ট্রাক্টর দিয়ে বহন করার অপরাধে মজিবর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি নৌকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকায় বালু উত্তোলনের সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফুয়াদ।
সহকারী কমিশনা এস এম ফুয়াদ জানান, দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে