স্বামীর মৃত্যু ১০ মিনিট পর মারা গেলেন স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরারর তালায় নিজের স্বামীর মৃত্যুর ১০মিনিট পর মারা গেছেন স্বর্ণলতা দাশ নামের এক মহিলা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের একত্রে শ্মশানে দাহ করা হয়। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মণপুর গ্রামে।

স্বর্ণলতা দাশ ওই গ্রামের কানাই চন্দ্র দাসের স্ত্রী। দীর্ঘদিন অসুস্থ ছিলেন কানাই দাস। এ দম্পতির ছেলে মেয়ে সন্তান রয়েছে।

লক্ষ্মণপুর গ্রামের উন্নয়ন কর্মী মিলন দাস জানান, কানাই চন্দ্র দাস (৭০) সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু  পথে মির্জাপুর বাজার এলাকায় পৌছলে তিনি মারা যান। এ খবর বাড়িতে থাকা তার স্ত্রীকে দেওয়া হয়, এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান তিনি। এক সাথে স্বামী-স্ত্রীর  মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর