তত্ত্ববধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন

Super Admin
১৭ ডিসেম্বর ২০২৪

দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন হবে তত্ত্ববধায়ক সরকারের অধীনে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের মধ্য দিয়ে বাতিল হয়েছে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্নে জারি করা রুল আংশিক যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

রায়ে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত এর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী আইন পুরোপুরি বাতিল করা হচ্ছে না বলেও রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে আদালত বলেন, সংশোধনী আইনের বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর