দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন হবে তত্ত্ববধায়ক সরকারের অধীনে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের মধ্য দিয়ে বাতিল হয়েছে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্নে জারি করা রুল আংশিক যথাযথ ঘোষণা করে এ রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রায়ে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত ৭ এর ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী আইন পুরোপুরি বাতিল করা হচ্ছে না বলেও রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে আদালত বলেন, সংশোধনী আইনের বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের।
বিডি২৪অনলাইন/এন/এমকে